কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ২,৬৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবদল নেতা মো. আব্দুর রহিম মিয়াজীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে যৌথ বাহিনীর একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানটি উপজেলার ৯নং কনকাপৈত ইউনিয়নের করপাটি মরগাটা এলাকায় পরিচালিত হয়। এ সময় ৯নং কনকাপৈত ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম মিয়াজীকে গ্রেফতার করা হয়।
অভিযানে তার কাছ থেকে ২,৬৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল ফোন এবং নগদ ২ লাখ ২১ হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃত রহিম মিয়াজী ওই এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, এই অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা বলেন, যৌথ বাহিনীর এই অভিযান মাদক ব্যবসায়ীদের জন্য একটি কঠোর বার্তা হিসেবে কাজ করবে। একইসঙ্গে ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিলাল উদ্দিন জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।