1. khoborexpress24@gmail.com : খবর এক্সপ্রেস : খবর এক্সপ্রেস
  2. info@www.khoborexpress.online : খবর এক্সপ্রেস :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন

চলতি বছর ঝটিকা মিছিল থেকে ৩ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

চলতি বছরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর প্রায় ৩ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) এক ব্রিফিংয়ে এই তথ্য জানান ডিএমপির ডিসি (মিডিয়া) তালেবুর রহমান।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনাগুলো গণগ্রেফতার নয়। পলাতক নেতাদের অর্থায়নে ঢাকায় মিছিল করার চেষ্টা করছে তারা। কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দলটির নেতাকর্মীদের মিছিল-মিটিংয়ের সুযোগ নেই।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আজ শুক্রবার ভোর থেকে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়েছে। এ সময় ঝটিকা মিছিলের চেষ্টাকালে ৪৬ জনকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে ১৮ জনকে শেরে বাংলা নগর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ঢাকার রাজপথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আনাগোনা বেড়েছে। এ সময় ঝটিকা মিছিল থেকে ককটেল ফাটিয়ে আতঙ্ক তৈরির ঘটনাও ঘটেছে। এই তিন হাজার নেতাকর্মীর মধ্যে বেশিরভাগই ঝটিকা মিছিল করতে গিয়ে গ্রেফতার হয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট