
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে প্রাণ হারানো আবুল কালাম আজাদের মৃত্যুতে এলাকাজুড়ে নেমেছে গভীর শোকের ছায়া। নিহতের পরিবারের সদস্যরা তার অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না, চলছে শোকের মাতম। এদিকে, নিহতের পরিবার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিপূরণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।
রবিবার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে ব্যক্তিগত কাজে রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় যাওয়ার পথে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম আজাদের উপর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।
আবুল কালাম আজাদ নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠী এলাকার মৃত আব্দুল জলিল চোকদারের ছেলে। তিনি স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে নারায়ণগঞ্জের পাঠানতলি এলাকায় বসবাস করতেন এবং ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার আয়ের একটি অংশ নিয়মিতভাবে গ্রামে তার পরিবারে পাঠাতেন।
এদিকে নিহত আজাদের বাড়িভর্তি লোকজন, বিছনায় বসে আহাজারি করছেন স্বজনরা। খবর পেয়ে ছুটে এসেছেন স্থানীয়রা। আবুল কালাম আজাদের এমন মৃত্যু নিতে পারছেন না তারা।