সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানের একটি বাসায় চাঁদা দাবির ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) গুলশানের ৮৩ নম্বর রোডের ওই বাসায় সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবির এ ঘটনা ঘটে।
জানা গেছে, গুলশানের ওই বাড়িটি সংরক্ষিত মহিলা আসনের সাবেক এক এমপির। অন্যদিকে সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবির নেতৃত্বে ছিলেন রিয়াদ নামের একজন।