1. khoborexpress24@gmail.com : খবর এক্সপ্রেস : খবর এক্সপ্রেস
  2. info@www.khoborexpress.online : খবর এক্সপ্রেস :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন

বিদেশে যেতে না পেরে মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

‎কিশোরগঞ্জে বিদেশে যেতে না পাড়ায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করেছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সারোয়ার হোসেন রাব্বি নামের এক যুবক।

গত শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে গালাগালের একটি ভিডিও রেকর্ড করে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন তিনি। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের বাসিন্দা রাব্বি।

ইশারা মাইক ভাড়া করতে তিনি ৫০০ টাকা দিয়েছেন এবং একই এলাকার এক বন্ধু ও কিছু লোকও সঙ্গে থেকে গালাগাল করেছেন।

ভিডিওটিতে দেখা যায় রাব্বি বলছেন, ‘আমার নাম আনোয়ার হোসেন রাব্বি। গত তিন-চার মাস ধরে সৌদি আরবে যেতে চেয়েও ১ লাখ টাকা না থাকায় যেতে পারছি না। বিভিন্ন সমিতির কাছে লোনের জন্য আবেদন করেছি।

১৩টা সমিতিকে লোনের জন্য বলেছি, কিন্তু লোন না দেওয়ার জন্য সমিতির লোকদের কাছে আমার নামে কারা যেন উল্টাপাল্টা কথা বলেছে।’

‎তিনি আরো বলেন, ‘আমার প্রশ্ন হচ্ছে, আমার কাছে কেউ ১ টাকা পাবে না, কারো টাকা মেরে খাইনি। কোনোদিন জেনে বুঝে কারো ক্ষতি করিনি। তাহলে কেন আমার সঙ্গে এমন বৈষম্য করে আমার এলাকার লোক?’ এ সময় তিনি অকথ্য ভাষায় গালাগাল দেন।

তার দাবি, এলাকার কিছু মানুষ আগে থেকেই তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য বাধা দেয় এবং এজন্যই তিনি উত্তেজিত হয়ে মাইক ভাড়া করে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছেন।

ভিডিওটির ক্যাপশনে রাব্বি লিখেন, ‘প্রথমে ক্ষমা চাইছি। আমি অনেক খারাপ ভাষায় গালাগাল করেছি। আমি কেন এমন করেছি শুনুন।’ তিনি জানান, একটি ছোট ছেলে আছে তার এবং পরিবারের ভবিষ্যৎ গড়ার জন্য সুযোগ চাইছেন।

তিনি একটি ভিসার কাগজ দেখিয়ে জানান- ভিসা ও মেডিক্যালের মেয়াদ ৩০ অক্টোবর শেষ হয়ে যাবে।

‎মানুষের কারণে আগে দুবার ভিসা নষ্ট হয়েছে এমন অভিযোগ জানিয়ে তিনি বলেন, ‘অটোরিকশা চালিয়ে ও বিকাশের ব্যবসায় অংশ নিয়ে অর্থ সংগ্রহের চেষ্টা করেছি কিন্তু এখন আর তেমন উপায় নেই।’

সুত্র : দৈনিক কালের কন্ঠ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট