ইসলামিক বক্তা আবু ত্বহা মুহম্মদ আদনান এবং তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের পারিবারিক বিতর্ক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা উত্তাপ শেষ হয়েছে। মঙ্গলবার উভয় পক্ষই ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে জানায়।
আবু ত্বহা মুহম্মদ আদনান স্ট্যাটাসে জানিয়েছেন, দেশের বরেণ্য মুরুব্বি ওলামায়ে কেরামের পরামর্শে শারিয়া মোতাবেক বিষয়টি সুন্দরভাবে নিষ্পত্তি করা হয়েছে। তিনি উল্লেখ করেছেন, মুরুব্বি ওলামায়ে কেরামের উপস্থিতিতে প্রাক্তন স্ত্রীর কাছে খুলা তালাকের প্রস্তাবনা দেন এবং তিনি তা গ্রহণ করেন। ফলে এখন তাদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক নেই। বিয়ের মোহরআনা পূর্ণপরিশোধিত এবং দেনা-পাওনা নেই।
তিনি আরও বলেন, সাবিকুন নাহার Taw Haa Zin Nurain Islamic Center-এর উন্নয়ন প্রকল্পে স্বর্ণ ও নগদ অর্থ প্রদান করেছিলেন, যা শারঈ হক হিসেবে নির্ধারিত সময়ে পরিশোধ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ও অর্থ সংক্রান্ত গুজব সম্পূর্ণ ভিত্তিহীন। এছাড়া সন্তানদের বিষয়ে মুরুব্বি মাজলিসের মাধ্যমে শরিয়াহ সম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং উভয় পক্ষ তা মেনে নিয়েছে।
অন্যদিকে, সাবিকুন নাহার তার স্ট্যাটাসে জানিয়েছেন, বিষয়টি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে সুন্দরভাবে মীমাংসা হয়েছে। তিনি দুনিয়া ও আখিরাতের কল্যাণের উদ্দেশ্যে দীর্ঘ সময় ধরে প্রতিকারের চেষ্টা করেছেন। সাবিকুন নাহার প্রকাশ্যে তওবা ও ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে এ বিষয়ে কোনো মন্তব্য থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি মিডিয়ার উদ্দেশে নিজের সকল অডিও ও ভিডিও ক্লিপ মুছে ফেলার আহ্বান জানিয়ে জানিয়েছেন, যারা পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যারা সমালোচনা করেছেন তাদের ক্ষমা করার জন্য অনুরোধ করেছেন।
উভয় পক্ষই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা-সমালোচনা না করার জন্য জনগণকে বিনীতভাবে অনুরোধ।