রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর।
বুধবার (২২ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, খবর পেয়ে খিলগাঁও রেলগেটের পাশে বিসমিল্লাহ হোটেলের সামনের সড়ক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার নাম পরিচয় জানা যায়নি।
তিনি আরও জানান, স্থানীয়রা জানিয়েছেন, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। ওই এলাকায় ঘোরাফেরা করত। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।