1. khoborexpress24@gmail.com : খবর এক্সপ্রেস : খবর এক্সপ্রেস
  2. info@www.khoborexpress.online : খবর এক্সপ্রেস :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন

বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ব্লগারের হতাশা ও ক্ষোভ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

ব্লগিংয়ে চমৎকার ভিডিওগ্রাফির সঙ্গে দেশ-বিদেশের নানা স্থানের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরার জন্য সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নাদির নিবরাস। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে বেশ অ্যাওয়ার্ড পেয়েছেন এই ব্লগার। তার ব্লগ (নাদির অন দ্য গো) মানেই বিশ্বের নানা প্রান্তের চমৎকার সব সৌন্দর্য চোখের সামনে দৃশ্যায়িত হওয়া। তবে সেই নাদিরের কণ্ঠে ইদানীং বাংলাদেশি পাসপোর্ট নিয়ে শোনা যাচ্ছে হতাশার সুর।

‎রোববার (২৭ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এ বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি ভিডিও আপলোড করেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, অনেকে মনে করে আমি যেকোনো দেশে যেতে পারি, কারণ আমি অনেক দেশ ঘুরেছি আর আমার পাসপোর্টে কিছুটা সুবিধা আছে। এটা কিছুটা সত্য হলেও, আমার এখনো একটা বাংলাদেশি পাসপোর্ট আছে—আর এই পাসপোর্টে অনেক সীমাবদ্ধতা আছে।

গত এক বছরে আমি ১৭টা দেশে যেতে চেয়েছিলাম বা তাদের ভিসার জন্য আবেদন করেছিলাম। তার মধ্যে ৭টা দেশ আমার ভিসা রিজেক্ট করেছে।

‎ভিডিওতে নাদির জানান, তিনি বাহরাইনের ভিসা পাননি। কারণ, ই-ভিসা আবেদনে সমস্যার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ।

‎ইতালিতে বিপুল সংখ্যক বাংলাদেশিরা অবৈধভাবে যান এবং কম্বোডিয়াতে পর্যটক ভিসায় গিয়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করেন বাংলাদেশিরা। যার কারণে আবেদন বাতিল হয়েছে।

তিনি বলেন, ভিয়েতনাম কর্তৃপক্ষের রিজেকশন লেটার দেখে বাতিলের কারণ হিসেবে মনে হয়েছে, তারা হয়তো মনে করেছে, বাংলাদেশি একজনের ৪০ দিন ভিয়েতনামে গিয়ে ঘোরার টাকা নেই। পরে শুনি বাংলাদেশ থেকে কোনো লোকই নিচ্ছে না, কারণ সেদেশে লোক ঢুকে আর বের হচ্ছে না। সিঙ্গাপুরেও অবৈধভাবে লোক গিয়ে অনেকে বের হচ্ছে না।

‎তাজিকিস্তানে গিয়ে সেখান থেকে বাংলাদেশিরা রাশিয়ায় যাচ্ছে। এসব কারণে এসমস্ত দেশে ভিসা আবেদন বাতিল করছে। তাছাড়া নেদারল্যান্ডসে মিউজিক ফেস্টিভ্যালে অংশ নিতে আবেদন করার পর তারাও রিজেক্ট করেছে।

বাংলাদেশের পাসপোর্টের মান হ্রাস পাওয়ার কারণ হিসেবে নাদির নিরবাস বলেন, বাংলাদেশি পাসপোর্ট শেষ হওয়ার কারণ হচ্ছে, বাংলাদেশের নাগরিকরা বিদেশে গিয়ে অবৈধভাবে থেকে যাচ্ছে, বের হচ্ছে না। বাংলাদেশিদের টেন্ডেন্সি বেশি এই ভাবা যে, অন্য দেশে গেলেই জীবন সেট, যেটা সঠিক নয়।

‎পড়াশোনা করতে গেলে ভিন্ন বিষয়। কিন্তু যাদের পড়াশোনা করার সুযোগ নেই তারা যদি বলে অবৈধ পথ ছাড়া সুযোগ নেই। তখন আমি বলব যে, আরেক বার চিন্তা করে দেখেন। অবৈধভাবে গেলেই যে ভাল লাইফ, সেটা নয়। উল্টা বাংলাদেশের চেয়েও খারাপ লাইফে পৌঁছাতে পারেন। বাংলাদেশকে কেউ ভিসা দিতে চাচ্ছে না। কারণ, এ দেশ থেকে ইউরোপে যারাই যাচ্ছে তারা অবৈধভাবে থেকে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের পাসপোর্টের অবস্থা মোটেও ভাল নয়। আমি ৫ বছর আগে একটি ভিডিও বানিয়েছিলাম, বাংলাদেশ পাসপোর্ট নিয়ে কোন ৪৮ দেশে যাওয়া যায়। আর সত্যি বলতে ঐ ভিডিওটা বানানোর সাথে সাথেই প্রায় তা আউট অব ডেট হয়ে গিয়েছিল। কারণ, এটা খুবই ফাস্ট চেঞ্জিং একটা টপিক। তবে আমি আপনাদের একটি কথা বলব যে, দিন দিন বাংলাদেশের পাসপোর্টের অবস্থা খারাপ হচ্ছে, ভাল হচ্ছে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট